হাজি আবুল হাশেম হাওলাদার তিনি একজন বিশিষ্ট শিল্পপতি ও সমাজের একজন দানশীল ব্যক্তি ছিলেন।তার জন্ম বরিশাল বিভাগ ঝালকাঠি থানার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের উদচড়া গ্রামে। তিনি ১৯৬০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সর্বস্ব দান করেছেন মানুষের মাঝে। তিনি অনেক সম্পদ মসজিদ,মাদ্রাসা, ঈদগাহ ময়দান, এই প্রতিষ্ঠান গুলো পরিচালনার জন্য আবার বাগান বাড়ি দান করেছেন। তিনি আশেপাশের গ্রামে অনেককে জমি জমা দান থেকে শুরু করে ভরন পোষন সবকিছু করেছেন। ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে এমন কেউ ছিলোনা যাকে তিনি সাহায্য না করেছেন। আজ বয়ষের কারনে তিনি অসুস্থ ও আর্থিক অবস্থা দুর্বল তাই এই প্রতিষ্ঠান গুলো পরিচালনা করতে খুবই কষ্ট হয় তার। তার বর্তমান বয়ষ ৯০ বছর, তিনি সবসময় সবাইকে সাহায্য করেছেন কিন্তু কারো সাহায্য গ্রহন করেনি,

উদচড়া বায়তুল মোকাররম জামে মসজিদউদচড়া ইবতেদায়ী হাশেমী মাদ্রাসাউদচড়া ঈদগাহ ময়দান প্রতিষ্ঠাতা হাজি আবুল হাশেম হাওলাদারমোবাইল 01727451106
